BBFC 2025

বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ (বিবিএফসি ২০২৫) এর প্রেস মিটিং

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ৩ এপ্রিল ২০২৫, ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর প্রেস মিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিবিএফসি ২০২৫-এর চেয়ারম্যান বিন্দুবাসিনী ১৯৮৬ ব্যাচের সুলতান সালাউদ্দিন টুকু ভাই, টুর্নামেন্টের সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক স্যার এবং বিশিষ্ট অতিথিবৃন্দ হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বিন্দুবাসিনী ১৯৭০ ব্যাচের টাংগাইল ক্লাবের সাধারণ সম্পাদক মোঃকামরুজ্জামান খান ভাই,১৯৭৫ ব্যাচের টাংগাইল জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি এডভোকেট আলী ইমাম তপন ভাই, মাওলানা ভাসানীর দৌহিত্র ১৯৮৫ ব্যাচের মাহমুদুল হক সানু ভাই এবং প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে সুলতান সালাউদ্দিন টুকু ভাই বক্তব্য রাখেন। তিনি ‘বিবিএফসি ২০২৫’-এর লক্ষ্য ও নতুন সংযোজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এসময় তিনি বিবিএফসির পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং সকলের সহযোগিতায় সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দেয়ার ঘোষনা দেন।এবারের আসরে ২৫টি দল অংশগ্রহণ করবে এবং লাইভ ব্রডকাস্টিং, ম্যাগাজিন, লাইভ ম্যাচ টাইমার, চ্যাম্পিয়ন প্যাচ, বিশেষ পুরস্কার সহ আরও নতুন সংযোজন থাকছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী নগর বাউলের জেমস।আগামী ১জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ‘বিবিএফসি ২০২৫’ শুরু হবে এবং ঈদুল আজহার পরবর্তী তিনদিনব্যাপী চলবে এই প্রতিযোগিতা।

উক্ত অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ২০১৬ ব্যাচের আসিফ তুষার, ফাউন্ডিং ব্যাচ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন এস এস সি ২০০৮ ব্যাচের মির্জা ফয়সাল ভাই, টেকনিকাল কমিটি থেকে বক্তব্য রাখেন ২০০৮ ব্যাচের ইমতিয়াজ ওলী ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *