Category: Media News
-

বিন্দুবাসিনী বালক ফুটবল চ্যাম্পিয়নশীপ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৩ সালের আয়োজন সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল্লাহ কায়সার, বিন্দু ৮৯ ব্যাচের মুসা চৌধুরী, ঐকতান ৯১ ব্যাচের মোজাম্মেল হক, ৯৪ এর রুবেল মিয়া, ২০০০ সালের তারিকুল ইসলাম মিঠুন, ২০০১ সালের আসলাম খান জনি, ২০০৪ সালের তানভীরুল ইসলাম হিমেল ও বাপ্পী। এছাড়া ২০০০ ব্যাচ থেকে ২০২৪ ব্যাচের দুইজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিন্দুবাসিনী ফুটবল চ্যম্পিয়নশীপকে সুন্দর ও স্বার্থক আয়োজন করতে বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়।
২০২৩ সালে বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশীপের আয়োজক কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। সমন্বয়কারী হিসেবে দায়িত্বে উপস্থিত আয়োজক প্রজ্জলন ২০১৪ ব্যাচের তানভীর আহমেদ সীমান্ত, দিদার আলী রাকিব, আব্দুস সাত্তার, আল হোসাইন ইমন, আল মোমিনুল আল হাই, মাহতাব শাহরিয়ার রাশিক। সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ফাহাদ চৌধুরী আরিফ, সনেট খান, আকাশ সরকার, আব্দুল্লাহ কাফি, তাশফিক ও হাসিব।
পবিত্র ঈদুল আযহার ২য়, ৩য় ও ৪র্থ দিনে এই ফুটবল চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে। বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান এসএসসি প্রায় ২৪টি ব্যাচের শিক্ষার্থী দলগুলো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা রয়েছে। এছাড়া ২০০০ সালের পূর্বে এসএসসি ব্যাচের ছাত্ররা দুটি গ্রুপে বিভক্ত হয়ে ফাইনাল খেলার পূর্বে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।Source : www.tnewsbd.com
